Terms and Conditions
Terms and Conditions (নিয়ম ও শর্তাবলী)
আমাদের ওয়েবসাইট ব্যবহার এবং অর্ডার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মত হচ্ছেন:
1. পণ্যের অর্ডার ও কনফার্মেশন:
আপনি অর্ডার দেওয়ার পর আমাদের টিম থেকে ফোন বা মেসেজের মাধ্যমে কনফার্মেশন করা হবে।
প্রোডাক্ট ইন-স্টক না থাকলে, আমরা আপনাকে জানিয়ে বিকল্প প্রস্তাব দিতে পারি।
2. মূল্য ও পেমেন্ট:
ওয়েবসাইটে প্রদর্শিত মূল্যই প্রযোজ্য, তবে আমরা যেকোনো সময় মূল্য পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করি।
পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি অথবা আমাদের নির্ধারিত পেমেন্ট মাধ্যমের মাধ্যমে সম্পন্ন করা যাবে।
3. ডেলিভারি:
ঢাকার মধ্যে সাধারণত ২-৩ কর্মদিবসের মধ্যে ডেলিভারি দেওয়া হয়।
ঢাকার বাইরে ৩-৫ কর্মদিবস সময় লাগতে পারে।
ডেলিভারি চার্জ অর্ডার কনফার্মেশনের সময় জানিয়ে দেওয়া হবে।
4. রিটার্ন ও রিফান্ড নীতিমালা:
পণ্য পছন্দ না হলে আপনি রিটার্ন করতে পারবেন, তবে রিটার্নের ক্ষেত্রে নির্ধারিত ডেলিভারি চার্জ কাস্টমারকেই বহন করতে হবে।
রিটার্ন/রিফান্ডের বিস্তারিত জানতে [Return & Refund Policy] পেজ দেখুন।
5. প্রোডাক্টের অবস্থা:
পণ্য হাতে পাওয়ার সময় ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে, বুঝে এবং প্রয়োজনে পরে নিয়ে নিন।
ডেলিভারির পরে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
6. কনটেন্ট এবং কপিরাইট:
আমাদের ওয়েবসাইটে থাকা সকল ছবি, টেক্সট, ডিজাইন ও লোগো আমাদের মালিকানাধীন। এগুলো অনুমতি ছাড়া কপি বা ব্যবহার করা যাবে না।
7. পরিবর্তন ও আপডেট:
আমরা যেকোনো সময় আমাদের নিয়ম ও শর্তাবলী আপডেট করার অধিকার রাখি। কোনো পরিবর্তন পেজে প্রকাশ করা হবে।
🛒 আপনার বিশ্বাস, আমাদের দায়িত্ব।